রত্নগিরি। রাজগীরের সাতটা পাহাড়ের অন্যতম। টাঙ্গাগুলো এসে যেখানে নামায়, সেখানটা সারাদিনই প্রায় জমজমাট থাকে। একদিকে রোপওয়ে চড়ে বিশ্ব শান্তি স্তুপ যাওয়ার ভিড় আর অন্যদিকে ঘোড়া কাটোরা লেকের টোটোর লাইন। তারই মধ্যে দোকানপাট, টাঙ্গা স্ট্যান্ড আর ঘোড়াদের জল খাওয়ার জায়গা। ...পড়তে থাকুন