আনন্দমেলার কমিক্স
আনন্দমেলা পূজাবার্ষিকীর কমিক্সের জন্য এক সময় সারা বছর অপেক্ষা করে থাকতাম। বিভিন্ন ধারার অনুবাদ কমিক্সগুলো আজও সময় পেলে পড়তে বসে যাই। তবে তার সঙ্গে সঙ্গে, যত দিন যাচ্ছে, প্রবলভাবে বেড়ে চলেছে আসলগুলোও দেখার ইচ্ছে। আনন্দমেলায় বেশিরভাগ কমিক্সেই লেখক বা শিল্পীর নাম থাকত না। তাই মূল কাজটা খুঁজে পাওয়া খুব সহজ নয়। তবে লেগে থাকলে একটা দুটো করে আস্তে আস্তে বেশিরভাগই পেয়ে যাব আশা রাখি।
হংকং-এ মায়ের কাছে যাওয়ার জন্য কোটিপতি দাদুর কাছ থেকে পালায় দুই ভাইবোন জে আর ট্রেসি। রাস্তায় দেখা হয় তালা ভাঙ্গার ওস্তাদ ডিউক আর তার সাগরেদ বার্টির সাথে। ...পড়তে থাকুন
কেটি পামার অনাথ। থাকে অত্যাচারী কাকার কাছে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময়ে ট্রেনে আলাপ হয় কেটি ব্লেয়ারের সাথে। ...পড়তে থাকুন
পিটার কেবল নামে অনাথ একটি ছেলে উত্তরাধিকার সূত্রে পেয়ে যায় আস্ত একটা দ্বীপ। অনাথ আশ্রমের অত্যাচারী পরিচালক সাইমন ল্যাশলির হাত এড়িয়ে কীভাবে সে তার বন্ধুদের সাথে শেষ পর্যন্ত দ্বীপের দখল নেয়, সেই নিয়েই গল্প। ...পড়তে থাকুন