আনন্দমেলার কমিক্স – ছেলেধরা

আনন্দমেলা পূজাবার্ষিকী ১৩৮৯ (১৯৮২) তে প্রকাশিত হয় “ছেলেধরা” বলে একটি কমিক্স। হংকং-এ মায়ের কাছে যাওয়ার জন্য কোটিপতি দাদুর কাছ থেকে পালায় দুই ভাইবোন জে আর ট্রেসি। রাস্তায় দেখা হয় তালা ভাঙ্গার ওস্তাদ ডিউক আর তার সাগরেদ বার্টির সাথে। ট্রেসি ফন্দি আঁটে দাদুর কাছে নিজেদের জন্য মুক্তিপণ আদায়ের। সেই টাকায় ভাইবোন যাবে মায়ের কাছে, হংকং, এবং ডিউক আর বার্টি শোধ করবে তাদের ধার। তারপর কী হয় তাই নিয়েই এই কমিক্স।

আনন্দমেলায় প্রকাশিত “ছেলেধরা”
আনন্দমেলায় প্রকাশিত “ছেলেধরা”

মূল কমিক্সের খোঁজ করতে গিয়ে প্রথমেই পেলাম একটা সিনেমার নাম। “No Deposit, No Return”। গল্প মিলে যাচ্ছে হুবহু। সিনেমার প্রযোজক কোম্পানি ওয়াল্ট ডিজনি। আনন্দমেলাতেও দেখলাম নাম আছে ডিজনির। সুতরাং বোঝা গেল, কমিক্স আর সিনেমা, কোনো একটার থেকেই বানানো অন্যটা।

The original English, "No Deposit, No Return"
The original English, “No Deposit, No Return”

আরেকটু খুঁজে পাওয়া গেল “Walt Disney’s Treasury of Classic Tales” নামে একটা সিরিজ। রবিবারের কাগজে ছাপা এই কমিক্সগুলি ছিল আসলে ডিজনির বিভিন্ন সিনেমার সংক্ষিপ্ত চিত্ররূপ। রিলিজের আগে আগ্রহ তৈরীই ছিল যার মূল উদ্দেশ্য। আনন্দমেলার “ছেলেধরা” প্রকাশিত হয়েছিলো ১৯৭৫ এর ডিসেম্বর থেকে ১৯৭৬ এর ফেব্রুয়ারি অবধি। “No Deposit, No Return” নামেই। সিনেমাও রিলিজ করে ১৯৭৬ এর ফেব্রুয়ারিতেই। 

কমিক্সের ছবি এঁকেছিলেন Mike Arens। লেখা Carl Fallberg ও Frank Reilly।

"No Deposit, No Return" film poster
“No Deposit, No Return” film poster

বাংলা কমিক্সটি Indraindrajal সাইট থেকে পড়া যাবে।