আনন্দমেলার কমিক্স – দ্বীপের রাজা

আজকের কমিক্সের নাম “দ্বীপের রাজা”। প্রকাশিত হয়েছিল ১৩৯৪/১৯৮৭ পূজাবার্ষিকীতে। পিটার কেবল নামে অনাথ একটি ছেলে উত্তরাধিকার সূত্রে পেয়ে যায় আস্ত একটা দ্বীপ। অনাথ আশ্রমের অত্যাচারী পরিচালক সাইমন ল্যাশলির হাত এড়িয়ে কীভাবে সে তার বন্ধুদের সাথে শেষ পর্যন্ত দ্বীপের দখল নেয়, সেই নিয়েই গল্প।

আনন্দমেলায় দ্বীপের রাজা
আনন্দমেলায় দ্বীপের রাজা

মূল কমিক্সটির নাম “The King of Keg Island”। ব্রিটিশ সাপ্তাহিক কমিক্স পত্রিকা Lion-এ ১৯৭১ সালের জানুয়ারি থেকে মার্চ ধারাবাহিকভাবে ছাপা হয় এটি। প্রতি সংখ্যায় দু পাতা। ১৯৭৪ সালে সাপ্তাহিক Lion বন্ধ হয়ে গেলেও ১৯৮৩ অবধি বছরে একটা করে সংখ্যা প্রকাশিত হত। এই বার্ষিক সংখ্যাতেই ১৯৭৯ সালে একসাথে আবার ছাপানো হয় কমিক্সটি। আনন্দমেলায় ছাপানো অনুবাদটি এখান থেকেই নেওয়া। দুঃখের বিষয় লেখক বা শিল্পীর নাম ছিল না মূল পত্রিকাটিতেও। 

Lion সাপ্তাহিকিতে The King of Keg Island
Lion সাপ্তাহিকিতে The King of Keg Island
1979 Lion Annual-এ The King of Keg Island
Lion Annual-এ The King of Keg Island

বাংলা কমিক্সটি Indraindrajal সাইট থেকে পড়া যাবে।