আনন্দমেলার কমিক্স – আসল নকল

১৩৮৬/১৯৭৯ পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল “আসল নকল” বলে একটি অনুবাদ কমিক্স। কেটি পামার অনাথ। থাকে অত্যাচারী কাকার কাছে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময়ে ট্রেনে আলাপ হয় কেটি ব্লেয়ারের সাথে। ব্লেয়ার যাচ্ছে তার কাকা-কাকিমার কাছে, যাঁরা তাকে আগে কখনও দেখেননি। ট্রেনে অ্যাক্সিডেন্টে ব্লেয়ার মারা গেলে পামার তার জায়গা নেয়। তারপর কী হয় সেই নিয়েই গল্প।

আনন্দমেলায় প্রকাশিত "আসল নকল"
আনন্দমেলায় প্রকাশিত “আসল নকল”

মূল কমিক্সটির নাম “The Changeling”। এটি প্রকাশিত হয় মেয়েদের সাপ্তাহিক ব্রিটিশ কমিক্স পত্রিকা “Jinty”-তে। Jinty-এর প্রকাশকাল ছিল ১৯৭৪-১৯৮১। “The Changeling” প্রকাশিত হয় তিনটি ভাগে ১৯৭৮ এর জুলাই থেকে আগস্টের মধ্যে। শিল্পীর নাম Phil Gascoine। মূল কমিক্সটির পুরোটা কিন্তু ছাপানো হয়নি আনন্দমেলায়। খালি শেষ ভাগটাই বাংলায় অনুবাদ করা হয়। 

"The Changeling" from Jinty
“The Changeling” from Jinty

 

বাংলা কমিক্সটি Indraindrajal সাইট থেকে পড়া যাবে।